প্রিয় মানুষের জন্মদিন আজ

আজ তার জন্মদি
প্রিয়,
        ইউ
ভালোবাসা কাকে বলে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি এক কথায় বলবো তুমি।কারন তোমার কাছ থেকেই আমি শিখেছি।

আমাকে বাস্তব জীবনে চলার পথে সবসময় একাকীত্ব কাজ করতো। ঠিক তখনি তুমি এসে আমার হাতটি ধরেছ।সে হাতটি তুমি এখনো ধরে রেখেছ। এটায় আমার জীবনের সবসময় বড় পাওনা।

আমি তোমার সব হয়ে থাকতে চাই:-ভাই/বন্ধু/ পরিবার ইত্যাদি।সব সুখ তোমাকে দিতে চাই।
আজ তুমি আমার রাত জাগার সঙ্গী হয়েছ,আজ তুমি আমার স্বপ্ন দেখার কারন হয়েছ,আজ তুমি আমার চলার পথের সঙ্গী হয়েছ।যেটাকে ঘিরে আমি সবসময় গর্ব করি।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই তোমাকে পৃথিবীতে পাঠানোর জন্য,সে সাথে শুকরিয়া জানাই তোমার মা কে তোমাকে জন্ম দেয়ার জন্য।যার কারনে আমি তোমাকে পেয়েছি।
আজ তোমাকে নিয়ে যদি লিখতে যাই কখনো শেষ হবেনা।কারন আমাদের ভালোবাসার কথা শেষ হবার মতো নয়।
আজ তোমাকে কথা দিলাম কখনো ছাড়বোনা তোমার হাত,যত দিন আমার শিরায় রক্ত বইবে ততোদিন তোমাকে ভালোবেসে যাবো।
আমি আশা রাখবো জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার পাশে থাকবে,আমার হাত কখনো ছাড়বেনা,ছায়া হয়ে আমার পাশে থাকবে,নিশ্বাসে বিশ্বাসে থাকবে,আমার অস্তিত্ব জুড়ে শুধু তুমি থাকবে।
আজ তোমাকে নিয়ে এত কথা বলার একটিই কারন হল,আজ তোমার জন্মদিন। আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে,আলোকিত করেছ পৃথিবী।
তোমার মতো মেয়ে হোক প্রতিটা মায়ের-তোমার মতো ভালোবাসার মানুষ হোক,প্রতিটা ভালোবাসার মানুষের।
অবশেষে, জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা। শুভ হোক তোমার আগামীর পথচলা। ভরপুর হোক সুখ।
বিশেষ অনুরাগী

মন্তব্যসমূহ